Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১০১

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৩:৩৩ পিএম

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৯০শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪০জ
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক মঙ্গলবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
এছাড়া বাকি একজন অন্য জেলার। নতুন ৬জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬১৬জন দাঁড়ালো।
ডা. সাজ্জাদ আরও জানান, সোমবার মোট ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫২জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৬ নমুনায় ৩জনের এবং ১৪১টি এন্টিজেন পরীক্ষায় ৩৭জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২টি নমুনায় আরও ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ১০১জনের মধ্যে সদরের ৪৯, শাজাহানপুরে ১৮, গাবতলীতে ১২, শেরপুরে ৯, কাহালুতে ৪, দুপচাঁচিয়ায় ৪, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দি ও সোনাতলায় একজন।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৯০৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৮জন এবং ১ হাজার ২০২জন চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ