রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে শিশুটি তার মায়ের সাথে ভেচকি গ্রামে নানা বাড়িতে বসবাস করে আসছিল। বাড়িতে বিদ্যুৎ না থাকায় গত ৫ আগস্ট বুধবার দুপুরে শিশুর মা তাকে পাহারায় রেখে বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইল চার্জে দিয়ে আসেন। এসময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পরে। ২ দিন পর শিশুটি অসুস্থ হওয়ার কারণে ধর্ষণের ঘটনা জানাজানি হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই মো. নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা গত রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে গতকাল সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।