রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষক কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অপর দিকে স্কুল শিক্ষকের অত্যাচার নির্যাতন থেকে রেহোই পেতে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের স্ত্রী হাজেরা বিবি। অভিযোগে জানা যায়, উপজেলার জিউধরা ইউনিয়নের ঠাকুরাইনতলা মো. সেকেন্দার আলী হাওলাদারের পুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির হাওলাদার প্রভাব খাটিয়ে ৩০ বিঘার একটি ঘের দখলে ভোগ দখল করে আসছে। জমির অন্যান্য মালিকরা তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধামকি দেয়া হয়। ইতোপূর্বে নাসির উদ্দিন জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে। এ ঘের নিয়ে ৭ আগস্ট স্থানীয় মসজিদের ইমাম এবং একটি হাইস্কুলের শিক্ষক মাওলানা মো. মোক্তারুজ্জামান খানকে প্রধান আসামি করে তার প্রতিপক্ষের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় আরো একটি মামলা দায়ের করা হয়। শিক্ষক মাওলানা মো. মোক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম ফয়সাল খান জানান, ‘ঘেরে তার মাত্র ৩ বিঘা জমি থাকলে তিনি ৩০ বিঘা জমি ঘের-বাড়ি ভোগ দখল করছে। একাধিক মন্ত্রীর কাছের লোক বলেও দাবি করেন শিক্ষক নাসির উদ্দিন’। তার হয়রানিতে অতিষ্ট এলাকাবাসী গত শনিবার বিকালে এলাকার ভ‚ক্তভোগী শত শত লোক বিক্ষোভ মিছিল ও মানববন্ধব করেছে। বীর মুক্তিযোদ্ধা মৃত. দেলোয়ার হোসেনের স্ত্রী হাজেরা বিবি গত রোরবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। বিক্ষোভকারীরা বিষয়টি সরেজমিনে তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।