রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানকালে আটক মাকসুদ (৪৫) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। অভিযান পরিচালনাকারী এএসআই জসিমউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিদফতরের কনেস্টবল তারেক শাহারিয়া ও ওয়ারলেস অপারেটর মামুন খানকে সাথে নিয়ে রোববার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এসময় শহরের চরপাড়া এলাকায় টহলকালে ইয়াবা বিক্রেতা মাকসুদ তাদের দেখে দৌঁড়ে পালাতে গেলে তারা তাকে ধরে ফেলে। একপর্যায়ে মাকসুদ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। তবে তার সাথে কোনো মাদক পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সে মাদকাসক্ত।
পটুয়াখালী মেডিক্যাল কলেজে হাসপাতালের জরুরি বিভাগের ডা. নুরুন্নাহার স্মৃতি জানান, মাকসুদকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তার হাতে হ্যান্ডকাফের ক্ষত চিহ্ন দেখা যায়। তবে, মাকসুদকে আটকের সময়ে মারপিট করে আহত করার কথা উঠলেও তার পরিবার এ ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে রাজি নন।
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোরশেদ জানান, মাদকের আসামিকে ধরার জন্য এএসআই জসিমের নেতৃত্বে অভিযানে ধ্বস্তাধ্বস্তি করার সময় সে অসুস্থ হয়ে পরে। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা চিকিৎসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাথে কথা বলবো। যদি কোনো ফৌজদারী অপরাধ ঘটে তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃত মাকসুদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।