Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৬:৪৭ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচানো এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালুক-শিমুলবাড়ী এলাকার দশম শ্রেণীর ওই শিক্ষার্থীর সঙ্গে একই এলাকার কলেজ পড়–য়া যুবক রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক অন্য এক মেয়েকে বিয়ে করেন। এই খবর পাওয়ার পর পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে কিশোরী ‘আত্মহত্যা করে’ বলে দাবি করছেন পরিবার ও এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কিশোরীর লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে নিজের মৃত্যুর জন্য ওই যুবক ও তার পরিবারকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের শাস্তির দাবি করা হয়েছে।

স্থানীয় রজব আলী কুলু ও আশরাফুল ইসলাম বলেন, মেয়েটির বাবা নেই। এতিম মেয়েটির প্রতি রাজু অবিচার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, যে চিরকুট পাওয়া গেছে সেটা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এটা তারই লেখা কিনা। এদিকে আত্মহত্যা প্ররোচণা দেওয়ার অপরাধে কিশোরীর মামা ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ