Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বেড়েছে শনাক্ত কুষ্টিয়ায় স্থিতিশীল

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

মহামারী করোনার থাবায় প্রতিদিন নতুন করে যোগ হচ্ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। জেলা-উপজেলাগুলোতে করোনার ভয়াবহতা বাড়ছেই। খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বাড়ছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৩৩ জনের। ১২টি ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তের হার ৩০ দশমিক ৫২ শতাংশ।
যশোর ব্যুরো জানায়, যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরে ৩৬ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৮ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৯৫ জনের। এদিন নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৪জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিলে যুক্ত হল আরো ১১ জনের নাম। পাশাপাশি ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষায় ৪৭৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই নারী। গত ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মধ্যে ভোলাতেই সংখ্যাটা ৪ জন। এ সময়ে দ্বীপ জেলাটিতে ৩৩০ জনের নমুনা পরিক্ষায় ৯৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ সময়ে মহানগরীসহ বরিশাল জেলায় ১৭৭ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। মহানগরীর আমতলা মোড়ে ১ জন ছাড়াও বাবুগঞ্জ ও মেহেদিগঞ্জ উপজেলাতে আরো দুজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীর গলাচিপায় দুজন ও বাউফলে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩০২ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৭১। বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় আরো ৬১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৯৪ জনের নমুনা পরিক্ষায় ৫৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি জেলাটির মঠবাড়ীয়াতে ৫২ বছর বয়স্কা এক নারীর মৃত্যু হয়েছে। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ১১৬ জনের নমুনা পরিক্ষায় ১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই ১২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা.মহিউদ্দিন খান মুন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৪ শতাংশ।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন। ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

খুলনার দুই হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ৬৭৩ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০২৪ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে ২ জন, পঞ্চগড়ে ১ জন, কুড়িগ্রামে ১ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং দিনাজপুরে ৫ জন ।
স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ ৬ জনের মৃত্যু হয়। দুপুর ২টা থেকে গত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।
সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ ভাগ।
নতুন করে শনাক্ত হওয়া ১১৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৯ জন, কুমারখালী উপজেলায় তিনজন, দৌলতপুর উপজেলায় ১৮ জন, ভেড়ামারা উপজেলায় ৩১ জন, মিরপুর উপজেলায় ১৪ জন ও খোকসা উপজেলায় ৯ জন শনাক্ত হয়েছেন।

মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৮৮ জন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ২৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে জেলায় ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫১৪ টি নমুনা পরীক্ষার রির্পোটে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০ দশমিক ০০ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ