Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রৌমারীতে ৯ লাখ টাকার মাদকদ্রব্য আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫ জামালপুর বিজিবি এই তথ্য নিশ্চিত করেন।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, উলিপুর উপজেলার সাহেবের আলগা, রৌমারী উপজেলার গয়টাপাড়া, মোল্লারচর, হিজলামারী ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি এলাকা থেকে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এসময় ২ হাজার ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ বোতল ভারতীয় মদ ও ৫শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৮ লাখ ৭৬ টাকা। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ