Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দেবিদ্বার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিট রোগীদের শ্বাসকষ্ট লাঘবে ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বারুর আবিদ আলী সরকার ফাউন্ডেশন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মেদ কবিরের নিকট সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সরকার জুয়েল ওই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, ডা. মীর্জা আসাদুজ্জামান রতন, ডা. মোশারফ হোসেন, সালাহ উদ্দিন আহমেদ স্বপন, স্কুলশিক্ষক সামসুল হক প্রমুখ। ফারুক হোসেন সরকার জুয়েল বলেন, দিনদিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। এ সঙ্কট কিছুটা লাঘবে আমাদের ফাউন্ডেশনের ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদানে সামান্য সহযোগী মাত্র। ডা. আহাম্মেদ কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে অক্সিজেন সঙ্কট ছিল। এমপি কর্তৃক ৫০ লিটারের ৫টি, আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার কর্তৃক ৩টি ও আবিদ আলী সরকার ফাউন্ডেশন কর্তৃক ৫টি অক্সিজেন সিলিন্ডার রোগিদের সেবাদানে ঘাটতি পূরণে সহায়ক হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ