রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুরে নির্মাণাধীন তিস্তা সেতু এলাকায় নৌপথে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি বড় ড্রেজার মেশিন ও ২০ টি ড্রাম জব্দসহ একজনের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ জানান, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছি। এতে ৩টি বড় ড্রেজার মেশিন ও ২০টি ড্রাম জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চন্ডিপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে সাকাউলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।