বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুবর্ণচরে খালের বাঁশের সাঁকো পারাপারের সময় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিফাত হোসেন (৩) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনছার আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয় রিফাত। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খালে তার মরদেহ ভাসতে দাখে স্বজনেরা। পরিবারের সদস্যদের ধারণা খালের উপর সাঁকো পার হওয়ার সময় পা পিছলে খালে পড়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ওসি মো.জিয়াউল হক জানান, বিষয়টি নিহতের স্বজনেরা পুলিশকে অবহিত করেনি। গণমাধ্যম কর্মিদের কাছ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।