Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিবাদে সোমবার বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রদ্রোহে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই কর্মসূচি ঘোষণা করেন।
পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভা থেকে আগামীকাল রোববার রাজধানীর সকল থানায় বিক্ষোভ মিছিল ও সোমবার রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন মহানগর আহবায়ক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়া পল্টনের কার্যালয়ে বাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন, সরকার গোড়া থেকেই ভীত হয়ে তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে বিষাধগার ও মিথ্যাচার করছে। তারা জনাব তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত এই গ্রেপ্তারি পরোয়ানা এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমি দলের পক্ষ থেকে আগামী ৩ অক্টোবর সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।”
২০১৫ সালের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। তার ফেরার কোনো ইঙ্গিত এখনও মেলেনি।
গতবছরের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচারের পর ৮ জানুয়ারি এই মামলাটি হয়।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, গোলাম আকবর খন্দকার, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মাসুদ আহমেদ তালুকদার, মুনির হোসেন, বেলাল আহমেদ, তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীতে নেতা-কর্মীদের মিছিলে নামার নির্দেশ
নয়া পল্টনে মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে দুইদিনের কর্মসূচি ঘোষণা করে মহানগর আহবায়ক মির্জা আব্বাস বলেন, আমাদের কর্মসূচি রোববার দুপুর ২টা থেকে বিকাল ৭টা পর্যন্ত প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মনে রাখবেন, কালকে সকলকে এই মিছিল করতে হবে, এতো ভয় পেলে চলবে না, রাস্তায় নামতে হবে। সেক্ষেত্রে আমরা থাকবো দেখি কে কে কি করে। কোথায় কোথায় মিছিল হবে, তা আগেই জানিয়ে দেয়া হবে।
পরদিন সোমবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অথবা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সেখানে স্থান পাওয়া যায়, সেখানে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ হবে বলে জানান তিনি।
এছাড়া দলের সদ্য প্রয়াত নেতা আসম হান্নান শাহের স্মরণে ৫ অক্টোবর আলোচনা সভা হবে। স্থান পরে জানানো হবে বলে জানান মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের সভাপতিত্বে এই যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ,মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ইতিমধ্যে শুক্রবার যুব দল সারাদেশে বিক্ষোভ করেছে। শনিবার ছাত্র ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচি পালন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ