Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ তারিখের পর ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ৩:২২ পিএম | আপডেট : ৪:৩১ পিএম, ৮ আগস্ট, ২০২১

ধাপে ধাপে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আজ রবিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, গত সভায় যেটা আলোচনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সে বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব।

তিনি আরও বলেন, যেহেতু দোকানপাট খুলতে হবে- সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেদিকে আমাদের জোর থাকবে। গতকাল থেকে গণটিকা চালু করেছি, এটি ১২ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। আমরা চাইব সবাই যেন মাস্ক পরে। আমরা টিকা কার্যক্রমের মধ্যে যারা দোকানদার, যাদের বাইরে যেতে হয়, ইমাম-মুয়াজ্জিন, চালক-সহকারীদের প্রায়োরিটি দিয়েছি। যাদের বাইরে আসতে হয় মানুষের সঙ্গে মিশতে হয় তাদের প্রায়োরিটি দিচ্ছি। ধাপে ধাপে ধীরে ধীরে সীমিত পরিসরে শিথিল করার চিন্তা আছে।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আজ বা কাল সকালে হয়তো প্রজ্ঞাপন দিতে পারব। কতটুকু শিথিল তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর জানাতে পারব। আমাদের পরামর্শ ধাপে ধাপে। কোনটি কখন খোলা হবে, কতটুকু পরিসরে খোলা হবে সেটা দেখতে হবে। কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় সেদিকে কঠোর ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, গণটিকা কার্যক্রমে প্রতি ইউনিয়নে ৬০০ জনকে টিকা দিয়েছি। যারা সবজি ব্যবসায়ী, রিকশাচালকসহ যাদের বাইরে আসতে হয়, বিভিন্ন কারণে যেসব মানুষের সংস্পর্শে আসতে হয় তাদের বেছে নিয়েছি। সেখানে বয়স্ক ও মুক্তিযোদ্ধাও আছেন। আমাদের যেহেতু জীবিকাও নিশ্চিত করতে হবে তাই বলেছি- তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে। সেটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেলে জানা যাবে।

মাস্ক না পরলে শাস্তির বিষয়ে অধ্যাদেশ জারি করার বিষয়ে তিনি বলেন, গত সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নিশ্চয় এ বিষয়ে আগামীতে কোনো নির্দেশনা পাব, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মানুষকে সচেতন করে পাড়া-মহল্লার করোনা প্রতিরোধ কমিটিগুলোকে আরও কার্যকর করে মানুষ যেন মাস্ক পরে, জনসমাগম এড়িয়ে চলে সেটা দেখতে বলা হয়েছে। বিভিন্ন কমিটি এটি নিয়ে কাজ করছে।



 

Show all comments
  • Md Monir Bhuiyan ৮ আগস্ট, ২০২১, ৩:৩৫ পিএম says : 0
    স্কুল, কলেজ বাদে। তাই না?
    Total Reply(0) Reply
  • আবু বকার ৮ আগস্ট, ২০২১, ৪:১৪ পিএম says : 0
    খবরদার মন্ত্রী সাহেব, স্কুল কলেজ খুইলেন্না পোলা পান সিক্ষিত???? হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ আগস্ট, ২০২১, ৪:২১ পিএম says : 0
    ইন্দোনেশিয়ার আজকের ভয়ংকর ভয়াবহ পরিস্থিতি কারণ কি হঠাৎ করে সবকিছুই স্বাভাবিক করেদিল বিধি নিষেধ তুলে দিলেন। প্রতিদিন আটত্রিশ হাজারের মত আক্রান্ত দুইহাজারের কাছাকাছি মৃত্যুর ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা সামাজিক অর্থনৈতিক পারিপাস্বিক বিরাট পরিস্থিতির মাঝেই সাধারণ মানুষের জীবিকার জন্যে মধ‍্যবিত্তরা অসহায় কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রামের ভাইরাসের আক্রান্ত মৃত্যুর সনাক্তের পরিমাণ বেশী। রেড় ইয়োলো জুন চিহ্নিত করে স্বাভাবিক পরিস্থিতি করার সিদ্ধান্ত নিন। সরকার মানুষের জীবন বাচাতে সবকিছুই করে যাচ্ছেন। এই মুহুর্তে পরবর্তী সিদ্ধান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অদৃশ্য শক্তিশালী ভাইরাস ডেল্টাভ‍্যারিযেন্ট এখনো নিয়ন্ত্রণ হয়নি। প্রতিদিন লাশ আর মৃত্যুর মিছিল হচ্ছে। আক্রান্ত কিছু কমলেও স্বাভাবিক না। রাষ্ট্রের নির্বাহী সহ বিজ্ঞ জনেরা দায়িত্বশীল সিদ্ধান্ত নিবেন। আস্তে আস্তে স্বাভাবিক করুন। প্রযোজন ছিল শতভাগ লকডাউন এর চায়তে বেশী। ১৪দিনের কারফিউ। মানুষ তিক্ততার মাঝে দীর্ঘদিনের ভাইরাসের উপস্থিতির কারণে। জীবিকার কারণে এই মুহুর্তে আইন শৃংখলা বাহিনীকঠোরভাবে জনসমাগমের ঊপর কঠোর নিষেধাজ্ঞা। দিতে হবে। প্রতিটি মানুষের মাক্স পরার প্রজ্ঞাপন জারি করতে হবে। আইন আদালত অদ‍্য দিসব শুধু ফৌজদারী কার্যক্রম চলবে। অর্থনীতি চাকা সচল রাখতে জরুরী প্রযোজনীয় খাদ্য সামগ্রীর গাড়ি চলবে। কবিট আক্রান্ত জেলা চিহ্নিত করে টিকা কার্যক্রম পরিচালনা করা হোক। সরকারের গুরুত্বপূর্ণ বাাক্তিরা ইন্দোনেশিয়ার আজকের পরিস্থিতি সৃষ্টি কেন তার থেকে শিক্ষা নিয়ে কাজ করুন। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ