Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিজা সৈকতে স্বল্পবসনা ইরিনা শায়েক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১:৫৮ পিএম

পশ্চিমা বিনোদন জগতের এক উজ্জ্বল তারকা ইরিনা শায়েক (৩৫)। তার স্টারডম বা তারকাজগতে উত্থান হয় ক্যাটওয়াক মডেল হিসেবে। জীবনকে তিনি উপভোগ করছেন ইচ্ছামতো। কিম কারডাশিয়ানের সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে তিনি এখনও ‘ডেটিং’ করছেন বলে দাবি করলেও শনিবার তাকে ইবিজা সৈকতে দেখা গেছে স্বল্প বসনে। বিকিনি পরা ইরিনা শায়েক তার শরীরের প্রতিটি ভাঁজকে উন্মোচন করেছেন সেখানে। শরীরের কার্ভ কিভাবে কোন অংশ কোনদিকে গেছে তা তার সামান্য দু’টুকরো বিকিনি ঢেকে রাখতে পারেনি। শারীরিক লাবণ্যকে সমুদ্রের নীল পানির সঙ্গে মিলিয়ে ধরেছেন।
কেনি ওয়েস্টের সঙ্গে তার ‘ডেটিং’ দাবি করলেও তিনি এদিন সঙ্গে নিয়েছেন পুরুষ বন্ধুদের। তাদের সামনে বিকিনি পরে কখনো তিনি সূর্যস্নান করেছেন। কখনো সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিয়েছেন শরীর। পুরুষ বন্ধুদের সঙ্গে মিলেছেন দুষ্টুমিতে। সূর্যস্নানের সময় তার পাশে আরেকজন যুবতীকে দেখা গেছে। সম্ভবত তার বক্ষদেশ উন্মুক্ত। এ কারণে তার বক্ষদেশ সেন্সর করে ছবি প্রকাশ করেছে পশ্চিমা মিডিয়া।
ইরিনা শায়েকের সঙ্গে রয়েছেন ফ্যাশন ডিজাইনার রিকার্ডো মিসসি। ইরিনা শায়ককে সঙ্গ দিয়েছেন তিনি। এ সময় তিনি কোনো শার্ট বা টি-শার্ট পরেননি। শুধু পরনে ছিল একটি কালো শর্টস। সে অবস্থায়ই সমুদ্রে জলকেলীতে তিনি মেতে ওঠেন এক সন্তানের মা ইরিনা শায়েকের সঙ্গে। ঘটনাটি তখনই ঘটছে যখন ইরিনা শায়েক নিজেই বলেছেন, তিনি এখনও খুব বেশি ডেটিং করেন কেনি ওয়েস্টের (৪৪) সঙ্গে। কেনি ওয়েস্ট তার সাবেক স্ত্রী কিম কারডাশিয়ানের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদে গেছেন। মাত্র দু’এক সপ্তাহ আগে পেইজ সিক্সের এক প্রশ্নের জবাবে ইরিনা শায়েকের সঙ্গে কেনি ওয়েস্টের সম্পর্কের বিষয় জানান নিজে। তবে তিনি তাকে একজন বন্ধুর মতো জানেন। তার সঙ্গে কোনো ‘রিলেশনশিপে’ জড়াতে চান না বলে জানিয়েছেন একটি সূত্র। আরও এক মাস পরে জানা যাচ্ছে, তারা এখনও ডেটিং করছেন। তবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন পিপলের মতে, এসব তথ্যকে মিথ্যা বলেছেন ইরিনা। তিনি এমন খবরে হতাশা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ