বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা। শনিবার (৭ আগস্ট) রাতে টহল দেওয়ার সময় এফবি স্বর্ণতারা নামে ভারতীয় ট্রলারটি জেলেসহ আটক করে কোস্ট গার্ড।
আজ রোববার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, খুলনার মোংলা থেকে ১৯ দশমিক ৫ নটিক্যাল মাইল পশ্চিমে টহল দিচ্ছিল কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামে একটি ভারতীয় ট্রলার। এ সময় ট্রলারটির গতি রোধ করে ১৩ জন ভারতীয়সহ ট্রলারটি আটক করা হয়। তাদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।
এদিকে, কোস্ট গার্ডের কঠোর অভিযান সত্বেও ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ চুরি অব্যহত রেখেছে। অভিযোগ রয়েছে, প্রজনন মৌসুমে বাংলাদেশে যখন সাগরে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়, দ্রুতগামী ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা এসে মাছ ধরে নিয়ে যায়। এর ফলে এ দেশীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।