পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চলমান কঠোর বিধিনিষেধে আজ রোববার (০৮ আগস্ট) বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ফলে শুক্রবার থেকে রোববার টানা ৩ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ। চলমান বিধিনিষেধের কারণে গত সপ্তাহের রোববার ও বুধবারও ব্যাংক বন্ধ ছিলো।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কাল সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।