রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিখোঁজের তিনদিন পর সোনাগাজী উপজেলার মুহুরী নদী থেকে গত শুক্রবার বিকালে নূর মোহাম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পশ্চিম ঘোবনীয়া গ্রামের উজির আলী বৈদ্য বাড়ির মৃত আনু মিয়ার ছেলে। জানা যায়, বৃদ্ধ নুর মোহাম্মদ মীরসরাই উপজেলার পশ্চিম বাঁশখালী গ্রামের মামুন হাজীর মালিকীয় জারা এগ্রো মৎস্য খামারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। গত ৩ আগস্ট রাতে তিনি খামার থেকে নিখোঁজ হন। শুক্রবার দুপুর ২টায় স্থানীয়রা নদীর নির্মাণাধীন মুহুরী ব্রিজের পাশে কুচুরিপানার নিচে ভাসমান লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকাল পাঁচটায় লাশ উদ্ধার করে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।