Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অশ্লীলতা ছড়িয়ে পড়লে গজব নেমে আসে’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

নরসিংদীর দ্বীন বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম বলেছেন, সমাজে যখন মদ, মাদক, অশ্লীলতা ও ব্যভিচার ছড়িয়ে পড়ে তখনই মহামারি আকারে আল্লাহর গজব নেমে আসে। আজকের পৃথিবীতে করোনা মহামারি, অশ্লীলতা ও ব্যভিচারের সুস্পষ্ট পরিণতি। গতকাল শনিবার মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতাকালে এসব কথা তিনি বলেন। তিনি আরো বলেন, সমাজ থেকে অশ্লীলতা ও ব্যভিচার দূরীভ‚ত না হলে আল্লাহর পক্ষ থেকে গজব বিভিন্ন নামে নাজিল হতেই থাকবে। এক শ্রেণির অভিনেত্রী এবং মডেলদের মাধ্যমে আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে ব্যভিচার ছড়িয়ে পড়েছে তা রাষ্ট্রীয় উদ্যোগে বন্ধ করা না হলে সমাজ ধ্বংসের কবলে পতিত হবে। মাওলানা নাজমুল বলেন, নারী-পুরুষের অবাধ মেলামেশা সমাজকে নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাবে। কোরআন ও সুন্নাহর অনুসরণ ছাড়া এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার কোনো পথ নেই। দেশের মানুষকে যারা ভালোবাসেন এখনই তাদের সোচ্চার হওয়া প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ