পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস মোকাবিলায় আবারও জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি মনে করে, কেবলমাত্র আমলানিয়ন্ত্রিত প্রশাসনিক ‘হুকুমে’ মহামারি প্রতিরোধ ফলপ্রসূ হবে না।
গতকাল শুক্রবার করোনা পরিস্থিতি, লকডাউন ও শোকাবহ আগস্ট মাস বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা লিখিত বক্তব্য তুলে ধরেন।
ফজলে হোসেন বাদশা বলেন, আমরা লক্ষ্য করেছি, করোনা মোকাবিলায় সরকার শুরু থেকেই রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আমলাতন্ত্রের উপর নির্ভর করে প্রশাসনিক হুকুমদারিতে করোনা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। ফলে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, সমন্বয়হীনতা ও সর্বোপরি অব্যবস্থাপনা কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে অংশ নেন দলের পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুর আহমেদ বকুল, কামরূল আহসান, জ্যোতি শংকর ঝন্টু, হাজি বশিরুল আলম, এনামুল হক এমরান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।