পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্যাংকগুলোর কাছে জমা অতিরিক্ত টাকা আর্থিক খাতে সমস্যা সৃষ্টি করছে। এ কারণে বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সোমবার থেকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এর মাধ্যমে টাকা তুলে নেয়ার কার্যক্রম শুরু হবে। তবে এবারে ঠিক কত টাকা তুলে নেয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক।
এর আগে ২০১৮ সালের ২৯ মার্চ সর্বশেষ ব্যাংকগুলো থেকে টাকা তুলে নেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণায় অতিরিক্ত তারল্য আর্থিক খাত থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।
এই সিদ্ধান্ত গ্রহণের কারণ হিসেবে জানানো হয়, করোনা মহামারির মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। ফলে ব্যাংকে আমানত বেড়ে আড়াই লাখ কোটি টাকা হয়েছে।
এরমধ্যে ৬০ হাজার কোটি টাকা একেবারেই অলস পড়ে আছে, বাকী টাকায় কেনা হয়েছে বিভিন্ন বিল ও বন্ড। এদিকে, গতকাল বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংককে চিঠি দিয়ে ‘বাংলাদেশ ব্যাংক বিল’ এর নিলামে অংশগ্রহণের আহবান জানিয়েছে। এই নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে যেসব টাকা কেন্দ্রীয় ব্যাংক তুলে নেবে, তার জন্য মুনাফা দেবে বাংলাদেশ ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।