বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণ চর পাড়া এলাকা থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- রাঙামাটির কাউখালী থানার রাঙ্গিপাড়া গ্রামের সামশুল হকের ছেলে মো. আলমগীর (৫২), মৃত আয়েত আলীর ছেলে মো. আলমগীর (৪০) ও ভোলা জেলার কুঞ্জুপটি গ্রামের মো. হারুন হাওলাদের ছেলে মো. ইমতিয়াজ (১৯)।র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল ও অকটেন ক্রয়-বিক্রয় করার জন্য নিয়ে আসার সংবাদের অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। আটককৃতদের বৃহস্পতিবার পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।