Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার টিকা নিয়ে মন্ত্রীদের বক্তব্যে জাতিকে বিভ্রান্ত করছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৪:৫৪ পিএম

ইসলামী আন্দোলনবাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, টিকা সরকারের একেক মন্ত্রী একেক ধরণের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। টিকা মজুদ নিশ্চিত না করে টিকা না দিলে আইনের আওতায় আনার ভয়ভীতি প্রদর্শণ করে পরে তা আবার প্রত্যাখান করে নিজেদেরকে দায়িত্ব জ্ঞানহীন হিসেবে প্রমাণ করছে। তিনি বলেন, এটা স্পষ্ট যে সরকারের কাজের সমন্বয়হীনতা রয়েছে। লকডাউন দেয়া, গার্মেন্টস খোলা, শ্রমিকদের ঢাকা আনা-নেয়া নিয়ে অন্তত পাঁচবার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এধরণের কর্মকান্ডে সরকারের ব্যর্থতা ক্রমেই ফুটে উঠছে। আজ বিকেলে দেশের চলমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। মহাসচিব ইউনুছ আহামদ বলেন, সরকার জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা ভ্যাকসিন প্রদানে সরকারের খরচে দুর্নীতি হচ্ছে অবিলম্বে তা বন্ধ এবং টিকা ক্রয়েও স্বচ্ছতা-জবাবদিহিতা থাকা প্রয়োজন। তিনি বলেন, করোনা টিকা নিয়ে বাণিজ্য করছে হুইপপুত্র। এধরণের অমানিবক কর্মকান্ড রুখতে না পারলে সরকারের জন্য তা সুখকর হবেনা।
তিনি বলেন, সরকার এ পর্যন্ত কত কোটি টিকা মজুদ করেছে, তা দেশবাসির সামনে তুলে ধরে পুরো জনগোষ্ঠীকে কতদিনের মধ্যে টিকার আওতায় আনতে পারবে তার হিসেবে না করেই দায়িত্বহীন বক্তব্য দিয়ে জনমনে সংশয় সৃষ্টি করছে। যা আদৌ অনুচিত। এধরণের বক্তব্য বিবৃতি না দিয়ে টিকা সংগ্রহ এবং সঠিকভাবে বন্টনে মনোনিবেশ করা উচিত।
তিনি বলেন, পুরো জাতি যখন স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সে মুহুর্তে পরী, মৌ, পিয়াসা নাটক সাজিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করছে সরকার। হেলেনা জাহাঙ্গীরসহ এধরণের বিপদগামীদের কারা সৃষ্টি করছে, সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া তা কখনো সম্ভব নয়। এসব বিপদগামীদের আইনের আওতায় আনতে হবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ :
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ আব্দুল আউয়াল মজুমদার এক বিবৃতিতে গাজীপুরের টঙ্গিস্থ এস.এন্ড. পি. বাংলা লিমিটেড নামক একটি ফ্যাক্টরীর মালিক গামের্ন্টস-এর ভিতরে নামাজ, পাঞ্জাবী, টুপি নিষিদ্ধ করে নোটিশ প্রদান করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এধরণের ইসলামবিরোধী নোটিশে আমরা মর্মাহত ও ব্যথিত।
ফ্যাক্টরীর ভিতর নামাজ, দাঁড়ি, টুপি, পাঞ্জাবির ওপর নিষেধাজ্ঞা জারি করে বৃহত্তর মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জানা গেছে গতকাল কিছু মুসল্লি ফ্যাক্টোরিতে নামাজ পড়াকালে তাদের জায়নামাজ ছুঁড়ে ফেলা হয়৷ এধরণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনভাবেই মেনে নেয়া যায না। বিরানব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এদেশে গার্মেন্টস পরিচালনা করা হবে আর দেশবাসী তা মুখ বুঝে সহ্য করবে তা হতে পারে না। অবিলম্বে ইসলামবিরোধী এস.এন্ড. পি. বাংলা লিমিটেড নামেক গার্মেন্টস মালিককে ক্ষমা প্রার্থণা করতে হবে এবং এধরণের নোটিশ দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে গার্মেন্টস মালিককে গ্রেফতার করতে হবে।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর :

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদ্বয় আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ডেঙ্গু দমনে নেয়া পদক্ষেপগুলোতে জনগণ হতবাক ও বিস্মিত হয়েছেন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলেই ডেঙ্গু আজ ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। জুলাই মাসে এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এ ব্যর্থতার দায় ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র কিছুতেই এড়াতে পারেন না। শেখ ফজলে বারী মাসউদ বলেন, ডেঙ্গু এখন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নেই। যা সারাদেশে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতি তৈরির আগেই যে ব্যবস্থা দরকার ছিলো, সে ব্যবস্থা সরকার নিতে পারেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ