বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার রাত একটার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের পিছনে বড়হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলামউদ্দিনের ছেলে জলহু (৫০) ও একই গ্রামের গাছগডিযা হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল(৩৫)।
আহতরা হলেন গ্রামের উত্তরহাটির কাঞ্চনের ছেলে কামরুল (৩৫), ও সৈয়দ আলীর ছেলে মোতালিব ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেড় জাল দিয়ে গ্রামের ৮-৯জন জেলে এলাকার বড়হাওরে মাছ ধরতে গিয়েছিল । মাঝরাতে শুরু হয় বৃষ্টি । এ সময় জেলেদের নৌকায় হঠাৎ বজ্রপাত ঘটলে চারজনের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় গুরুতর আহত হয দুইজন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামসুল আলম সিদ্দিকী বলেন, বজ্রপাতে দুই জন জেলে মারা গেছেন। এ বজ্রপাতের ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের জেলার সৈয়দ নজরুল হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।