Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্ত ও উপসর্গে মৃত্যু বাড়ছে

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের পাশাপাশি উপসর্গে অনেকের মৃত্যু হচ্ছে। হাসপাতালে ভর্তি হয়ে পরীক্ষার আগেই মারা যাওয়ার পাশাপাশি তাদের অনেকে আবার উপসর্গ গোপন করে বাড়িতে অবস্থান করে মারা যাচ্ছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিকে এ পর্যন্ত আক্রান্ত ৩৯ দশমিক ৪৭ শতাংশই শনাক্ত হয়েছে গত জুলাই মাসে। ওই মাসে শনাক্ত হয় ২৩ হাজার ১৯৫ জন। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। যা এ পর্যন্ত মোট মৃত্যুর ২৭ দশমিক ১৩ শতাংশ।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৭৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৮৬ হাজার ৩৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৬৯ জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৪ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে।

যশোর ব্যুরো জানায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সাত জনের সবাই রেড জোনে ছিল।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ৫শ’ ছুতে চলেছে। এসময়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরও ২ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষায় ৭৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে ২৬৯ জনসহ সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৮০ জন।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ার দুই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৩ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
খুলনা ব্যুরো জানায়, খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৬ জন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

সিলেট ব্যুরো জানায়, একদিনে ১৭ থেকে ২০ এর ঘরে গেল। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এর আগে এ বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ১৭ জনের। এদিকে একই সময়ে বিভাগের ১ হাজার ৯১০ নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ।

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুরে একদিনে আরও ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৯ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৮ জন।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২২৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৮ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন।

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার জানান, মাগুরায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু ও ৬১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাড়ালো ৩,৩২৩ জনে।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ৪১৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪২ দশমিক ৪৪ শতাংশ।

মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১২৬ জন। করোনাকরোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। নতুন শনাক্ত ১২৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৯৩ জন, শ্রীমঙ্গলের ২ জন, বড়লেখার ৫ জন, কুলাউড়ার ২৬ জন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাছাড়া জেলায় ৭১২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪৬ জন করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ নারীর মৃত্যু হয়েছে। সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৬৩০ জন। আর করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৯৭ জন ।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৪৮ টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে আরও ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। মোট ১ হাজার ৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর উল্লেখিত সংখ্যক ব্যক্তিদের করোনা পজিটিভ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ