Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় ৬ শতাংশ দাম বাড়ল জ্বালানি তেলের

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। গত বুধবার এই ঘোষণার এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। এর আগে উদ্বৃত্ত উৎপাদন ও ইউরোপে অর্থনৈতিক মন্দার কারণে ২০০৮ সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছিল ওপেকভুক্ত দেশগুলো। আট বছর পর আবার তারা এমন সিদ্ধান্ত নিল। গত বুধবার এক বৈঠকে তারা এ ব্যাপারে সম্মত হয়। তবে সিদ্ধান্ত ও কৌশল চূড়ান্ত হবে আগামী নভেম্বরের বৈঠকে। ওই বৈঠকে ওপেক দৈনিক উৎপাদন ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। ওপেকের অনুমান, তাদের বর্তমান উৎপাদন দৈনিক ৩ কোটি ৩২ লাখ ৪ হাজার মিলিয়ন ব্যারেল। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এমন সিদ্ধান্ত আসে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কর্মকর্তারা। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, তারা উৎপাদন কমিয়ে প্রায় ৭ লাখ ব্যারেলে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিটি দেশের জন্য আলাদা সীমা নির্ধারণ হবে মূলত ভিয়েনায় আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় বৈঠকে। বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল করতে এরপর তারা ওপেক বহির্ভূত তেল রপ্তানিকারক দেশগুলো বিশেষ করে রাশিয়ার মতো প্রভাবশালী উৎপাদকের সমর্থন চাইবে। এদিকে এ ঘোষণার পরপরই ব্রেন্ট জাতীয় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৫.৯ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। ওয়াল স্ট্রিটে জ্বালানি শেয়ারের দাম এক দিনে বেড়েছে ৪ শতাংশ। গত জানুয়ারির পর এটাই এ খাতে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি। ওপেকের এই সিদ্ধান্ত এমন সময় এল যখন মৌসুমী চাহিদা কম থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো বড় ভোক্তা দেশগুলোতে শীতের সময় মানুষ গাড়ি চালায় কম, এ কারণে তেলের চাহিদাও পড়ে যায়। নভেম্বরে ওপেকের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ইউরোপ এবং আমেরিকায় শীতকাল শুরু হয়ে যাবে। ফলে ওপেকের উৎপাদন হ্রাসে তেলের দাম কতটা প্রভাবিত হবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রায় ৬ শতাংশ দাম বাড়ল জ্বালানি তেলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ