Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে ভেজাল পেট্রোল বিক্রি, শতাধিক হোন্ডা নষ্ট

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ২:৩১ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া বাজারে রিফাত এন্টার প্রাইজ ও আরমান সাইকেল স্টোর প্রোঃ সুলতান এর বিরুদ্ধে ভেজাল পেট্রোল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনে ২০ ড্রামে ৪হাজার ৪শত লিটার ভেজাল পেট্রোল বিক্রি করায় বিভিন্ন এলাকার শতাধিক মোটর সাইকেল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। সুলতান কচুয়া গ্রামের মৃত আ.হাকিম কারীর ছেলে। মোবারক নামে এক মোটর সাইকেলের মালিক বলেন,আরমান সাইকেল স্টোর থেকে পেট্রোল নেওয়ার পর আমার হোন্ডায় সমস্যা হচ্ছিল,পরে হোন্ডা ঠিক করতে দুই হাজার টাকা খরচ করতে হয়েছে। আরো অনেকেরই এ ধরনের সমস্যা হয়েছে। এ বিষয়ে সুলতান মুঠোফোনে বলেন, ২০ ড্রাম পেট্রোলে সাদা কেমিক্যাল থাকার কারনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ২০ড্রামের ৪হাজার ৪শত লিটার পেট্রোল এক সপ্তাহে বিক্রি করে ফেলেছি,এখন নতুন ড্রামের পেট্রোল বিক্রি করছি। কেমিক্যালের কারনে ৭/৮টি মোটর সাইকেলে সমস্যা হয়েছিল,তাদের তেল পরিবর্তন করে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ