Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘ডক্টর হু’ ছাড়ছেন জোডি হুইটেকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বিবিসির সাইফাই সিরিজ ‘ডক্টর হু’তে প্রথম নারী হিসেবে টাইম লর্ডের ভূমিকায় অভিনয় করে অবশেষে ২০২২ সালে সিরিজ ত্যাগ করছেন জোডি হুইটেকার। ২০১৭’র পর হুইটেকার ১৩তম ডক্টরের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তিন সিজন এই ভূমিকায় অভিনয় করে বিদায় নিচ্ছেন। হুইটেকার ছাড়া প্রযোজক ও চিত্রনাট্যকার ক্রিস চিবনালও সিরিজ ছাড়ছেন। ‘২০১৭তে আমি ১৩ সাইজের জুতার উপহারের বাক্স খুলেই এক অ্যাডভেঞ্চার আর বিস্ময়ের জগতে যাত্রা শুরু করি,’ হুইটেকার বলেন। ‘এই সিরিজ, টিমের জন্য আমার অনেক ভালবাসা, ভক্তদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। এক অসাধারণ গল্পের জন্য ক্রিসকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না,’ তিনি আরও বলেন। ৩৯ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর চিবনাল একসঙ্গে সিরিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। হুইটেকার বলেন, ‘আমি বলে শেষ করতে পারব না এই সিরিজ আমাকে কতটা দিয়েছে। আমি সরা জীবন ‘ডক্টর’ আর তার থেকে পাওয়া শিক্ষা বয়ে যাব।’ ‘আমাদের শিফট শেষ হয়েছে এখন আমরা টার্ডিসের (টাইম মেশিন) চাবি ফিরিয়ে দেব। জোডির ডক্টর রূপায়ন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত উঁচু মাত্রার একজন অভিনয়শিল্পী,’ চিবনাল বলেন। ‘ডক্টর হু’র ত্রয়োদশ সিরিজ ২০২১-এর শেষ থেকে প্রচার শুরু হবে। জানুয়ারির প্রথম থেকে জোডিকে শেষ দেখা যাবে তিনটি বিশেষ পর্বে; তারপর তাকে বসন্ত ও শরতের দুটি বিশেষ পর্বেও দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ