Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুত্রবধূকে কুপিয়ে শ^শুরের আত্মহত্যা

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলার সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

মহেশপুরের আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কারিগরপাড়ায় পুত্রবধূকে কুপিয়ে জখম করে আব্দুল গণি নামক এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। নিহত আব্দুল গণি একই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল গণির ছেলে দ্বিপু ইসলাম (৩৫) সম্প্রতি তার পিতার নিকট হতে টাকা ধার নেন।
গত রোববার পাওনা টাকা ফেরত দেয়ার কথা থাকলেও তিনি তা পরিশোধ করতে ব্যর্থ হন। এ নিয়ে সোমবার বিকালে পুত্রবধূ নয়নতারার সাথে শ^শুরের ঝগড়া বিবাদ শুরু হয়। একপর্যায়ে শ^শুর আব্দুল গণি ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে নয়নতারাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে এ ঘটনার পর রাতে শ^শুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। স্থানীয় গ্রাম পুলিশ কবির হোসেন জানান, নিহত গণির ছেলে দ্বিপু ঈদের আগে বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে গরু কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেছিল। কিন্তু তার বাবার টাকা ফেরত দেয়নি। এনিয়ে ছেলের বউ এর সাথে শ^শুরের ঝগড়া বিবাদ হয়। ঘটনার সময় গনির ছেলে বাড়িতে ছিলেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ