বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে ৫ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির রুটিন উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামের কাছে দাবিগুলো জানানো হয়।
দাবি জানিয়ে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকেও দারুণভাবে বিব্রত করেছে। কোভিড-১৯ মহামারীর কারনে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্য ক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতিও হয়েছে বেশ।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে ৫ দফা দাবি জানিয়েছেন।
দাবিগুলো হলো- শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাদ্দ বৃদ্ধি, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ একই সাথে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কল্যাণার্থেই শিক্ষকরা দাবিগুলো জানিয়েছেন। এরই মধ্যে শিক্ষক- শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদের ভ্যাকসিনেটেড করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি দাবিগুলোর ব্যাপারেও দ্রুতই উদ্যোগ নিবে প্রশাসন বলে জানান তিনি।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হওয়ার জন্য শিক্ষকদের থেকে সহযোগিতা কামনা করেন তিনি। প্রগতিশীল শিক্ষক সমাজের কাছে আমাদের বিশেষ দাবি তারা বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। এতে বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরব ফিরিয়ে আনা সহজ হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।