Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টেকনাফের পাহাড়ে বন্য হাতির বাচ্চা প্রসব

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৩:১৫ পিএম

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ এর হোয়াইক্যং বিটের বনের ভেতরে একটি মা হাতি বাচ্চা প্রসব করেছে বলে জানা গেছে।

মংলা জাইন চাকমার ঘোনা এলাকার বনের অভ্যন্তরে ওই মা হাতি বাচ্চাটি প্রসব করেছে। সোমবার ২ আগস্ট বাচ্চাটি প্রসব করে বলে বনবিভাগের সংশ্লিষ্ট সূত্র।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মা এবং বাচ্চা হাতি দু’টোই সুস্থ আছে। বন বিভাগ কর্তৃপক্ষ মা ও বাচ্চা হাতির চলাচল নির্বিঘ্ন রাখতে হোয়াইক্যং রেঞ্জ সিপিজি সদস্যদের নিয়ে সেখানে পাহারার ব্যাবস্থা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, উখিয়া-টেকনাফের বনভূমিতে ৩৪ ক্যাম্পে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরনার্থী বসতি গড়ে তোলায় বন্য হাতির আবাসস্থল ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এতে বন্য হাতির প্রজনন হ্রাস পাচ্ছে ও খাদ্যের অভাবে বন্য হাতি গুলো প্রায় সময় লোকালয়ে চল আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ