Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুঁই-এর প্রথম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১:৩১ পিএম

প্রকাশ্যে এলো অভিনেত্রী জুঁই-এর গাওয়া প্রথম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’। গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন জাসিউর রহমান সেতু। গানটি লিখেছেন স্নেহাশিস ঘোষ। মিউজিক করেছেন শেখ রেজোয়ান। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পর প্রশংসা কুড়াচ্ছে জুঁইয়ের গায়কী।

হঠাৎ গান প্রকাশ সম্পর্কে জুঁই বলেন, 'ছোটবেলা থেকে গান গাইতাম। পারিবারে একটা আবহ ছিল গানের। মাঝে হিন্দোল নামে একটি সংগঠনে গান শিখেছি। তারপর পড়াশোনার কারণে সেসব থেকে দূরে সরে যাই। কিন্তু গানটা নিয়মিত গাইতাম। বন্ধুদের আড্ডায়, এমনকি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যেকোনো আয়োজনে গান গাওয়ার ডাক পরতো আমার। আড্ডা মারতে বসলেও বন্ধুরা অনুরোধ করত গান গাওয়ার। তাই বলতে পারেন চর্চাটা ছিল।'

তিনি আরও বলেন, 'সেই বন্ধুরাই আমাকে উৎসাহ দিয়েছে অফিসিয়ালি গান রিলিজের। এ কারণেই বছর দুই আগে গানটা রেকর্ড করেছিলাম। কিন্তু সবাই কীভাবে নেবে এই চিন্তায় রিলিজ করার সাহস পাইনি। এবারও এগিয়ে এসেছেন বন্ধুরাই। পরে গত মার্চ মাসে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। আর সেটি বৃহস্পতিবার রিলিজ হয় জি সিরিজের ইউটিউব চ্যানেলে।'

গানটির মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মোশাররফ করিম। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফখরুল বাসার, মিলি বাসার, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

গানটির পেছনে স্বামী মোশাররফ করিমের পূর্ণ উৎসাহ ও সহযোগিতা আছে উল্লেখ করে জুঁই বলেন, 'একদিকে সংসার, আরেকদিকে অভিনয়। এরপর আবার গান। মোশাররফ পাশে না থাকলে এটা সম্ভব ছিল না। আর মিউজিক ভিডিওর চিত্রনাট্যও ওরই করা।'

মূলত অভিনয়ের মানুষ হিসেবেই পরিচিত রোবেনা রেজা জুঁই। প্রায় এক দশক ধরে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। কখনো স্বামী মোশাররফ করিমের বিপরীতে, কখনো অন্য অভিনেতার বিপরীতে দেখা যাচ্ছে তাকে। তবে ‘হিন্দোল’ থেকে তিন বছর গানের তালিম নিয়েছেন, যা অনেকেরই অজানা। শুধু তাই নয়, প্রয়াত সংগীতজ্ঞ খালিদ হোসেনের কাছেও শিখেছেন গান। এবার প্রকাশিত হলো জুঁই-এর প্রথম গান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ