বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ইবি থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় আজ ভোররাতে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শান্তিডাঙ্গা এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ইঞ্জিনচালিত রিকশাভ্যানে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
নিহত কনস্টেবলের নাম আরিফুল ইসলাম (২৫)। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত দুজন হলেন নায়েক আমিরুল ইসলাম (৩০) ও কনস্টেবল তুষার ইমরান (২৫)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের শিকার তিন পুলিশ সদস্য ইবি ক্যাম্পাসে দায়িত্ব পালন করছিলেন। তাঁরা খুলনার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।