বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুরস্থ মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও কালিশংকরপুর এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়া জিলা সমিতি ইউএসএ ইনক-এর সহযোগিতায় ও একটু পাশে দাঁড়াই-এর সার্বিক তত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জিলা সমিতি ইউএসএ ইনক প্রতিনিধি মোমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম টুকু, একটু পাশে দাঁড়াই-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, আজীবন সদস্য কাজী জুরাইশ হোসেন, তারিকুল ইসলাম শেখ, মনিরুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জিলা সমিতি ইউ,এস,এ ইনক-এর উপদেষ্টা সাজিজুল ইসলাম সুজন এক বার্তায় জানান, আমরা যারা কুষ্টিয়ার মানুষ নিউইয়র্কে অবস্থান করছি, আমরা এ সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখি। পাশাপাশি সবসময় দেশের সব ধরনের দুর্যোগে পাশে থেকেছি, আছি এবং থাকবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।