Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ সাংবাদিকের পাশে ধামরাই থানার ওসি

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ঢাকার ধামরাই প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. রেজাউল করিম বেশ কয়েকমাস ধরে গুরুত্বর অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন। তিনি কথা বলতে এমনকি হাটাচলা করতে পারছে না। তিনি বেশ কিছুদিন সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার বলেছেন, তার প্যারালাইসিস হয়েছে। বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে অসুস্থ সাংবাদিকের চিকিৎসা করাতে তার পরিবার হিমসিম খাচ্ছে।
সাংবাদিকের অসুস্থের কথা শুনে ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ও ওসি (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ তাকে দেখতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় ওসি তাকে একটি হুইলচেয়ার উপহার দেন।পরবর্তী চিকিৎসার জন্য তার পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। সেইসাথে তিনি অসুস্থ সাংবাদিককের চিকিৎসার জন্য দেশের বিত্তবানেদের এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ