Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ ভাঙার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুন্দনা গ্রামে ওয়াকফ এস্টেস আওতাধীন কাজীপাড়া জামে মসজিদ প্রশাসনের অনুমতি ছাড়া ভাঙার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার মাতাজি বাজারে বদলগাছী-নজিপুর সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে মসজিদ পরিচালনা কমিটির মুসল্লিরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদের মোতওয়াল্লী ডা. এবিএম হাসান হাসিবের বোন শামিমা আকতার হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সদস্য সামছুজ্জোহা, তোফাজ্জল হোসেন, আব্দুস সালাম, ময়েন উদ্দিন, আবু কালাম, আনিছারসহ গ্রামের অন্যান্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংষ্কার করার জন্য ওয়াক্ফ প্রশাসনসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে। লকডাউনের কারণে কাগজপত্র সম্পূর্ণ হতে দেরি হচ্ছে। কিন্তু জামায়াত-শিবিরের দোসর কিছু ব্যাক্তি গত চারদিন আগে জোরপূর্বক মসজিদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রাতের আঁধারে মসজিদটি ভেঙে ফেলে। এখন সেই দোসররা মসজিদটি নিয়ন্ত্রণে নিয়ে মসজিদ তৈরির কাজ করছে। প্রশাসনের দ্রæত হস্তক্ষেপের মাধ্যমে মসজিদটি জামায়াত-শিবিরের নিকট হতে মুক্ত করে দোষীদের শাস্তির দাবি করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ