করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
এরা হলেন - কলারোয়া উপজেলার তুলশিডাঙা গ্রামের মাদার দফাদারের ছেলে মতিয়ার দফাদার (৭৫), তালা উপজেলার পাঁচরখি গ্রামের আনছার আলীর ছেলে সাজ্জাত আলী (৬০), তালা উপজেলা সদরের আনসার আলীর স্ত্রী আইফুন (৬৫), দেবহাটা উপজেলার কোড়া গ্রামের আদর আলীর ছেলে মোমিনুর রহমান (৩৫) ও শ্যামনগর উপজেলার গুমাণতলী গ্রামের শহর আলী সরদারের ছেলে সলিমুল্লাহ সরদার (৯০)।
সোমবার (২ আগষ্ট) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।
এ নিয়ে, জেলায়
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন
৬২৩ জন। আর
করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৯৭ জন ।
এছাড়া,মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ১৬৪ জন। এদের মধ্যে ১২ জন পজিটিভ। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগী ৩০ জন। সুস্থ হয়ে বাড়িতে গেছেন ২২ জন।