রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ, সরকারি উচ্চবিদ্যালয় এবং আদর্শ কলেজ মাঠের পানিবদ্ধতা দূরীকরণ ও সংস্কারে দাবিতে মানববন্ধন করা হয়। গত শনিবার সকালে মাগুরা শহরে এ মানববন্ধন করে খেলোয়াররা।
জানা যায়, মাগুরার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের ওপর চাপ কমানো এবং সকল শ্রেণি পেশার মানুষের শারীরিক ও মানুষিক সুস্থতার সুযোগ সৃষ্টি ও নিয়মিত বিভিন্ন খেলার অনুশীলনের জন্য এ মানববন্ধন করা হয়। এসময় তারা বলেন, এ সুযোগ সৃষ্টি করলে অন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধকরণে এ মাঠ ব্যাপক ভূমিকা রাখবে। এমন কি নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে এই মাঠগুলো সাহায্য করবে। খেলার পরিবেশ ফেরাতে মাঠ সংস্কারের কাজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত দেখবেন বলে আশা করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।