রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর সদরে কর্মরত অটোরিকশা ও রিকশা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করেন করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে এই সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, এই কঠোর লকডাউনে আপনারা এখনও যাত্রী পরিবহন করছেন। আমরা রাস্তায় নামলে আপনারা গোপনে চলে যান। তখন রাস্তা ফাঁকা হয়ে যায়। আবার আমরা চলে গেলে আপনারা রাস্তায় নেমে পড়েন। করোনার প্রথম থেকেই আমরা আপনাদেরকে সরকারি সহায়তা দিয়ে আসছি। আপনারা একবার ভাবুন পরিবার আপনাদের থেকে কতটুকু নিরাপদ রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে শরীয়তপুরে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা উর্ধ্বে রয়েছে। আপনারা সবাই সাবধান হন। খাদ্য তালিকায় রয়েছে, চাল, ডাল, লবন, আলু ও তেল। এ সময় ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।