Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন : স্বামী আটক

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

নওগাঁয় যৌতুকের দাবিতে মারপিট করে স্ত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোজাহার আলীর মেয়ে মহসিনা পারভীনের সাথে ঢাকার ভাষানটেকের এটিএম মোস্তফা কামালের ছেলে মো. জাহিদ হাসানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কারণে নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মানছুরা জলিলের ভাড়া বাসায় থাকেন এ দম্পতি।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের ঘরে ৪বছরের একটি সন্তান রয়েছে। সন্তান জন্ম গ্রহণের পর থেকে যৌতুকের জন্য শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে স্বামী। বিষয়টি মহসীনা পারভিন সে সময় তার বাবা, মাকে জানালে ৬ লাখ টাকা যৌতুক দেয়। যৌতুক দেয়ার কিছুদিন না যেতেই আবারো ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে।
মহসীনা পারভিন জানান, গত ২১শে জুলাই দুপুরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার পর আবারো যৌতুকের দাবিতে ৩০শে জুলাই রাতে পুনরায় ৫ লাখ টাকা দাবি করেন আমার স্বামী। যৌতুক না দেয়াতে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, গৃহবধূ নির্যাতনের বিষয়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ মহসীনা পারভিন বাদী হয়ে মামলা করেন। আটককৃত ব্যক্তিকে গত শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ