Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে প্রয়াত বোমাং রাজ রানী মাশৈনু মারমার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৬:০৯ পিএম

বান্দরবানের প্রয়াত বোমাং রাজ রানী মাশৈনু মারমার অন্তোষ্টিক্রিয়া আজ রবিবার সম্পন্ন হয়েছে। দুপুরে মারমা সম্প্রদায়ের রীতি অনুযায়ী রানীর মরদেহ শ্রদ্ধা জানিয়ে ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে রাজপরিবারের সদস্য এবং প্রজারা শ্মশানে নিয়ে যান। মারমা সৈইং দলের সদস্যরা রঙিন জামা পড়ে ঐতিহ্য অনুযায়ী মরদেহ কাঁধে করে নিয়ে যান এ সময়।

শবযাত্রায় পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাজপরিবারের সদস্য সহ বান্দরবানের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে শ্মশানে বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে পঞ্চশীল প্রার্থনা ও রানীর মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরে লোকজন। গত বুধবার সকালে বান্দরবানের বোমাং সার্কেলের ১৪ তম রাজা প্রয়াত মংশৈ প্রু চৌধুরীর ছোট স্ত্রী রানী মাশৈনু মারমা ৯০ বছর বয়সে পুরাতন রাজবাড়ির তার নিজ বাসভবনে পরলোকগমন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ