বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছাত্রনেতার মায়ের দায়েরকৃত মামলায় ৫নং আসামি রুবেল শিকদারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার রাত দুইটায় মিঠাগঞ্জ ইউপির মেলাপাড়া গ্রামে রুবেলের মলিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, রুবেল ও নয়ন বয়াতীকে গ্রেফতার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।