Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ বছর পর পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি

পিরোজপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

পিরোজপুর জেলায় ২০ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। রাসেল পারভেজ রাজাকে সভাপতি ও সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সৈয়দ এমরান আহমেদ, রফিকুল ইসলাম মাসুদ, মৃনাল কান্তি দত্ত, হিমাদ্রী শেখর মন্ডল, কামাল খান, মো. শহিদুল ইসলাম মিন্টু, সোহেল লস্কর, দোলা গুহ ও শাহরিয়ার ফেরদৌস রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হান ও আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম ও মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দফতর সম্পাদক শাকিল শিকদার অপু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর হালদার দিপু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনুপ সিকদার (অরুপ), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্ধার্থ দেব মজুমদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা রায়হান (রুবেল), সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাকিবুল হক মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জুবায়ের মিন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসমত আরা রিমু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান চৌধুরী বাবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন খন্দকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তারেক হাসান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুন নাহার শিল্পী, উপগ্রহ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান, সদস্য মো. আতিকুল ইসলাম হিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ