পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ নেয়ার প্রক্রিয়া সহজ করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্বতন্ত্র একটি আবেদন ফরম তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আবশ্যিকভাবে অভিন্ন এ ফরম ব্যবহার করে ঋণ দিতে হবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বলেন, এতদিন বেশিরভাগ ব্যাংকের এসএমই ঋণের আবেদন ফরম ছিল ইংরেজিতে। আর ব্যাংকগুলো ভিন্নভাবে এ ফরম তৈরি করায় ঋণগ্রহীতাদের জন্য নানা জটিলতা তৈরি হতো। বিভিন্ন সময়ে এসএমই গ্রহীতারা আবেদন ফরমটি বাংলা ভাষায় অভিন্নভাবে করার দাবি জানিয়েছেন। দাবির যৌক্তিকতা বিবেচনা করে অভিন্ন এ ফরম তৈরি করা হয়েছে। যেখানে গ্রাহকের প্রয়োজনীয় সব তথ্য থাকবে। পরিপত্রে বলা হয়েছে, এসএমই খাতে বিশেষত কুটির, মাইক্রো ও ক্ষদ্র খাতের সব উদ্যোক্তাদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলা ভাষায় প্রণীত স্বতন্ত্র আবেদনপত্রটি এখন থেকে আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। আবেদনপত্রটি এসএমই খাতের উদ্যোক্তাদের সবার কাছে সহজ করতে প্রিন্ট কপির পাশাপাশি সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে। আবেদন অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো ধরনের দলিল সংগ্রহ করা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।