Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় স্বেচ্ছায় সেবা মহৎ মানবিক কাজ

মেয়র রেজাউল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে মানবিকতা প্রয়োজন। কোভিড-১৯, ডেঙ্গু প্রতিরোধে যারা স্বেচ্ছাসেবক হয়েছেন তারা একটি মহৎ কাজে শামিল হয়েছেন। এই উদ্যোগ চট্টগ্রামসহ সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার নগর ভবনে কে বি আবদুস সাত্তার মিলনায়তনে কোভিড-১৯, ডেঙ্গু প্রতিরোধ এবং যে কোন দুর্যোগে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনে গঠিত আরবান কমিউনিটি ভলান্টিয়ার দলনেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালার আলোকে কর্পোরেশনের গঠিত ৬ সদস্যের কমিটি এই ভলান্টিয়ারদের কার্যক্রম তদারক করবেন। ইতোমধ্যে চারটি ওয়ার্ড থেকে ভলান্টিয়ার নেয়া হয়। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে দুই জন করে ভলান্টিয়ার সংযুক্ত করা হয়।
চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহরুল আলম জসিমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. মোবারেক আলী, জহুর লাল হাজারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ