Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ র‌্যাবের হাতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ১১ জন আটক

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ র‌্যাবের হাতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ১১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ১১ জন অবৈধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে ও পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের মা ফিলিং স্টেশনের সামনে এবং পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামের রবিউল আজমের বাড়িতে অভিযান চালিয়ে ১১ জন অবৈধ মদ ব্যবসায়ীকে আটক করে। এসময় ড্রাম, কন্টেইনার ও বোতল ভর্তি প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ, নগদ ৩৬ হাজার টাকা ও ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাব কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবানের স্ত্রী আমেনা খাতুন, এজাজুল হক ও নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২৭ বোতল ফেন্সিডিল, ৫৫০ গ্রাম গাজা, ০৭টি বিভিন্ন মডেলের মোবাইল সেট এবং নগদ ১,৪৭,৭৪০ টাকা জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় সোপর্দ করে আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯ (১) টেবিলের ৭(ক)/৯(খ)/৩(ক) ধারার মামলা করা হয়। উল্লেখ্য কোরবান আলী ও তার সাঙ্গপাঙ্গরা প্রায় পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়লেও বেশি দিন জেল হাজতে থাকে না। আইনের ফাঁক ফোকর দিয়ে তার বের হয়ে এসে আবারো একই পেশায় নিয়োজিত হয়। কোরবান ও তার স্ত্রী ব্যাপারী পাড়ার সবচে বড় ইয়াবা ব্যবসায়ী বলে র‌্যবি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ