Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ভুঁইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভুক্তসহ তপু সরকারের সদস্যপদ স্থগিত করলো শেরপুর প্রেসক্লাব

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৩:৪৬ পিএম

২৬ জুলাই সোমবার শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শেরপুরে সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্দান্ত নেয়া হয়েছে। ভূইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্তসহ তপু সরকারের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
সভায় জেলায় সম্প্রতি অনলাইন সাংবাদিকতার নামে ভুইফোঁড় সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে এসব ভুইফোঁড় সাংবাদিকদের সহযোগিতা না করতে সর্বমহলকে অনুরোধ জানানো হয়। এসময় বিভিন্ন মহলের পক্ষ থেকে কয়েকজন অখ্যাত মিডিয়ার সাংবাদিক নামধারী ব্যক্তির বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসায় আলমগীর (জয়যাত্রা টিভি), সম্রাট (জে টিভি অনলাইন), জাহিদ হাসান (আইবিএন টিভি), রাজন (বিবিসি নিউজ২৪.কম), জালাল (দৈনিক গণমুক্তি), ইসমাইল (বিবিসি নিউজ২৪.কম), ফজলুল (শেরপুর সংবাদ২৪.কম), আকমল (পল্লীকণ্ঠ প্রতিদিন) ও কাকন (দেশবাংলা নিউজ২৪.কম) সহ অন্তত ২০ জনকে কালো তালিকাভূক্ত করা হয়। এসব নামধারী সাংবাদিকদের শেরপুর প্রেসক্লাবে সদস্যপদ প্রদান নিষিদ্ধ করা হয়। একইসাথে সরকারি-বেসরকারি যেকোন অনুষ্ঠানে বা অন্য কোনভাবে এসব সাংবাদিকদের আমন্ত্রণ করা ও যেকোন প্রকার সহযোগিতা করা থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানানো হয়।
শেরপুর প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক তপু সরকার হারুনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত ও সাংবাদিকতার নৈতিকতা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত করার জন্য ক্লাবের সভাপতিকে আহবায়ক এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়া শেরপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামল বাংলা ২৪ ডট কম, শেরপুর টাইমস ডট কম, চারুবার্তা ২৪ ডট কম, নতুন যুগ ডট কম, কালের ডাক ২৪ ডট কম, দেশবার্তা বিডি ডট কম, শ্যামলী নিউজ ২৪.কম, সময় বার্তা বিডি ডট কম ও সত্যবয়ান ডট কম দুইজন করে প্রতিনিধি জেলা সদরে পরিচিতি বহন করতে পারবেন এবং উক্ত প্রতিনিধিদের নামের তালিকা নিউজ পোর্টাল কর্তৃপক্ষ প্রেসক্লাবে জমা দেবেন। যে সকল নিউজ পোর্টাল তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে যা প্রেস ক্লাব অবগত নয়, সে সকল নিউজ পোর্টাল আবেদনের প্রমাণপত্র প্রেসক্লাবে দাখিল করলে তারাও এ সিদ্ধান্তের আওতাভূক্ত হবে। এছাড়া শেরপুরের বাইরে থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন ছাড়া অন্য কোন নিউজপোর্টালের প্রতিনিধি বা সাংবাদিক পরিচয়দানকারীদের কার্যক্রম বিষয়ে শেরপুর প্রেস ক্লাব কোন দায় দায়িত্ব বহন করবে না। ভুইফোঁড় অনলাইনের নামধারী সাংবাদিক পরিচয়ে কেউ কোন অনৈতিক কাজে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্বমহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
কোন সংবাদকর্মী ফেসবুকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও সরকারবিরোধী যে কোন প্রকার স্ট্যাটাস বা লাইভ প্রদান করলে তার বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে প্রেস ক্লাব তার কোন দায়-দায়িত্ব বহন করবে না। এছাড়াও অভিযোগপ্রাপ্ত একাধিক সদস্যকে সতর্ক পত্র প্রদানসহ সকল সাংবাদিকদের সততার সাথে দায়িত্ব পালন করার জন্য সভায় আহবান জানানো হয়।
সভায় প্রেসক্লাবের সদস্যদের ক্লাবের নিজস্ব আইডি কার্ড প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রতি সদস্যকে কমপক্ষে ৩ মাসের মাসিক চাঁদা প্রদান করে সদস্য কার্ড সংগ্রহ করতে হবে।
সভায় শেরপুর প্রেসক্লাবের ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করায় এবং সাংবাদিকদের অব্যাহত সহযোগিতা করায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ