Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি লাভের আশায় আকাশ পথে ইয়াবা পাচারের চেষ্টা

শাহজালালে সউদীগামী যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০০ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার গ্লাস গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই যাত্রীর নাম সাদ্দাম। তিনি সউদী আরবে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন। মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় কেনা ইয়াবাগুলো সউদীতে পাচারের পর বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে বিমানবন্দর এপিবিএন।

এপিবিএন বলছে, ইয়াবা পাচারে তার (সাদ্দাম) সংশ্লিষ্টতা নতুন নয়। ২০২০ সালে সাদ্দাম ইয়াবা পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সেই মামলায় সে বর্তমানে জামিনে রয়েছে। এর মধ্যে ইয়াবার বড় নতুন এ চালান তিনি সৌদি আরবে পাচার করতে যাচ্ছিল।
গতকাল বেলা ১১টার দিকে বিমানবন্দরের কেনপি-১ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক বলেন, গ্রেফতার হওয়া যাত্রী সাদ্দামের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাম এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে প্রথমে ওমানের মাস্কাট এবং কানেন্টিং ফ্লাইটে করে সউদী আরবের দাম্মাম শহরে যাওয়ার কথা ছিল। সকাল ৯টা ২০ মিনিটে তার ফ্লাইট ছিল। তবে সে ভোর ৬টার দিকে বিমানবন্দরে আসে।
তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে আটক করার পর সাদ্দামকে প্রথমে জিজ্ঞাসা করলে সে ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করে। তবে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশির সময় তার ব্যাগ খুলে উপরে অনেক কাপড় দেখা যায়, নিচেই সেলাই করা ব্যাগের একটি কাভার ছিল। ওই কাভারের ভেতরে কার্বন পেপার ও স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, সে ইয়াবাগুলো ২০০ থেকে ৩০০ টাকা করে বিভিন্ন কারবারির কাছ থেকে সংগ্রহ করেছিল। এগুলো যদি সে সউদী আরবে নিয়ে যেতে পারত, তবে প্রতি পিস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি করতে পারত বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে সাদ্দাম আরও জানায়, তার বাড়ি কুমিল্লার কোটবাড়ি এলাকায়। এসব ইয়াবা কুমিল্লার এক চক্রের মাধ্যমে সংগ্রহ করেছিল। সেখানে ওই চক্রটি তাকে সউদী আরবে যাওয়ার টিকিট বা ভিসা করে দিয়েছে। ইয়াবাগুলো নিয়ে সউদী আরবের দাম্মামের এক প্রবাসীর কাছে হস্তান্তর করার কথা ছিল। সাদ্দামকে জিজ্ঞাসাবাদে আমরা ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত বেশকিছু সদস্যের নাম পেয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জিয়াউল হক।
ইয়াবা পাচার তার এটাই প্রথম নয় উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি ২০২০ সালে সাদ্দাম ইয়াবা পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সেই মামলায় বর্তমানে জামিনে রয়েছে। এরইমধ্যে ইয়াবার বড় এই চালানটি সে সউদী আরবে পাচার করতে যাচ্ছিল। বিমানবন্দরে অভিজ্ঞ এবং প্রশিক্ষিত স্ক্যানাররা আছেন। আমাদের চেকিংয়ে যদিও সে পার হতে পারত, তবে স্ক্যানারে গিয়ে ধরা পরে যেত। তবে আমরা আগেই তাকে ধরে ফেলেছি। সউদী আরবে এসব ইয়াবার গ্রাহক কারা জানতে চাইলে এপিবিএন কর্মকর্তা বলেন, সেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ইয়াবাসেবী রয়েছেন তারা এবং দেশটির কিছু নাগরিক বর্তমানে ইয়াবা সেবন করছেন। বিমানবন্দর দিয়ে মাদককারবারি চক্রগুলো প্রতিনিয়ত ইয়াবা পাচারের চেষ্টা করছে কি না জানতে চাইলে তিনি বলেন, মাদকের কারবারিরা একটি নতুন ট্রেইন শুরু করেছে, অতিরিক্ত লোভের আশায় ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ইয়াবা পাচারের চেষ্টা করছে। তবে বিমানবন্দরের স্ক্যানিংয়ের মাধ্যমে তারা অবশ্যই ধরা পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদীগামী যাত্রী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ