Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো ১ লাখ ৮৫ হাজার করোনার টিকা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামে পৌঁছেছে আমেরিকার তৈরী মর্ডানা ও চীনের সিনোফার্মের আরও এক লাখ ৮৫ হাজার ২০০ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন। তার মধ্যে মর্ডানার এক লাখ ছয় হাজার ৮০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ টিকা রয়েছে। মর্ডানার টিকা মহানগরীর ১১টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে প্রয়োগ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে আসা মর্ডনা ও সিনোফার্ম মিলে মোট ১২০ কার্টন ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এরপর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি চার লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও তিন লাখ ৬ হাজার ডোজ, ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২শ’ ডোজ এবং ১১ জুলাই এক লাখ ৮৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে।

৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ