বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোরো আবাদ ও উৎপাদনে এযাবৎকালের সর্বাধিক সাফল্যের পরে দেশের ৫৫ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যে বীজতলা তৈরি ও রোপন কার্যক্রম শুরু হয়েছে। তবে শ্রাবণের ভরা বর্ষা মৌসুমেও দেশের অনেক এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের রোপন কিছুটা ব্যহত হচ্ছে। অনেক এলাকায় এই ভরা বর্ষায়ও সেচ যন্ত্রের সাহয্যে জমিতে পানি দিতে হচ্ছে আমন আবাদ ও রোপন পরবর্তী জীবনকাল ধরে রাখার লক্ষ্যে। সারা দেশের শতভাগ জমিতে বীজতলা তৈরি ও প্রায় ৬০ ভাগ জমিতে আমন রোপন শেষ হয়েছে।
এবার দেশে ১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টন আমন ও ১৩ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের মাধ্যমে আরো প্রায় ৩৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যে কাজ করছেন কৃষকরা। শুধুমাত্র বরিশাল কৃষি অঞ্চলের ১১টি জেলায়ই সারা দেশের প্রায় ২৩% আউশ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলাতেই প্রায় ২ লাখ ৪৬ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাতেও প্রায় ২৮ হাজার হেক্টরে আউশ আবাদ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
গত রবি মৌসুমে দেশের ৪৭ লাখ ৮৪ হাজার ৭১৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের মাধ্যমে এযাবৎকালের সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ টন চাল সংগ্রহ হয়েছে বলে কিছুদিন আগে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বোরো ধানের এ সাফল্যের বিষয়টি বিবেচনায় নিয়েই আমন উৎপাদনের লক্ষ্য নির্র্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। চলতি খরিপ-২ মৌসুমে দেশের ৬৪টি জেলায় ৫৫ লাখ ৭৭ হাজার হেক্টরে ১ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ২২০ টন আমন চাল উৎপাদনের লক্ষ্য স্থির করা হয়েছে। গত বছর দেশে ৫৩ লাখ ৮৩ হাজার ৭৯৮ হেক্টরে ১ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৫৪৩ টন আমন চাল উৎপাদন হয়। যার মধ্যে দক্ষিণাঞ্চলের ৬ জেলাতেই ৬ লাখ ৫৪ হাজার ২৫০ হেক্টরে উৎপাদন দাঁড়ায় প্রায় ১৩ লাখ ৯৭ হজার টন।
চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল বিভাগের ৬ জেলায় ৭ লাখ ১৩ হাজার ৯৮৫ হেক্টরে ১৫ লাখ ৬৭ হাজার ৫৬৭ টন আমন চাল পাবার লক্ষ্যে কাজ শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলে প্রায় শতভাগ বীজতলা তৈরি শেষ করার পরে অনেক এলাকাতেই রোপনও শুরু হয়েছে। বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলায় ৫২% জমিতে আমন রোপন শেষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
অপরদিকে এবার দেশে ২ লাখ ৪৫ হাজার হেক্টরে হাইব্রিড জতের আমন আবাদের লক্ষ্য রয়েছে বলে ডিএই জানিয়েছে। যার গড় ফলন হেক্টর প্রতি ৩.৭২ টন চাল। কিন্তু দক্ষিণাঞ্চলে এখনো হাইব্রিড ও উচ্চ ফলনশীল-উফশী জাতের আমনের আবাদে কাঙ্খিত সাফল্য আসেনি। সারা দেশে ২.৪৫ লাখ হেক্টরের মধ্যে দক্ষিণাঞ্চলে মাত্র ৪৩৫ হেক্টরে এ ধানের আবাদ হচ্ছে।
কিন্তু সারা দেশে মাত্র ১.৫২ টন উৎপাদনক্ষম স্থানীয় সনাতন জাতের যে ধানের আবাদ হচ্ছে ৮ লাখ হেক্টরে, শুধু দক্ষিণাঞ্চলেই এককভাবে তার আবাদ হচ্ছে ৩ লাখ ৩৩ হাজার ৭৫০ হেক্টরে। ফলে এ অঞ্চলে প্রচুর জমিতে আমনের আবাদ হলেও উৎপাদন কাঙ্খিত মাত্রায় না হওয়ায় কৃষকের ভাগ্যের পরিবর্তন আটকে আছে যুগের পর যুগ ধরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।