Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর ত্রাণ পেল ৩ শতাধিক পরিবার

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

কোম্পানীগঞ্জে করোনাভাইরাসের কারণে লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া তিন শতাধিক পরিবারের মাঝে চতুর্থ দফায় ত্রাণ বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী সিরাজ উদ্দৌলা। গতকাল উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, পেঁয়াজ, মরিচ, আলু, লবন, ডাল, সাবান ও চিনি। ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, প্রবাসী সিরাজ উদ্দৌলার ছেলে সাংবাদিক হাসান ইমাম রাসেল।

যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী সিরাজ উদ্দৌলা বলেন, নিজে প্রবাসে থাকলেও করোনা সঙ্কটকালে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর জন্য এ মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়াও প্রবাসী সিরাজ উদ্দৌলা নিজ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে নানানভাবে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার ফলে এলাকার বাসিন্দারা তাকে মানবিক প্রবাসী বলে মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ