Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ডিএসভি এয়ার অ্যান্ড সী এবং দৌলতপুর ভাটা মালিক সমিতি। গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার ও স্ট্যান্ড তুলে দেন ইন্টারন্যাশন্যাল ডেনিশ ফ্রেট ফরওয়াডিং কোম্পানীর (ডিএসভি এয়ার অ্যান্ড সী) প্রধান এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন ও আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ সংশ্লিষ্টরা।
এদিকে গতকাল দুপুরে দৌলতপুর ইটভাটা মালিক সমিতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য একমাসের প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার রিফিলের দায়িত্ব নেন এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর ইটভাটা মালিক সমিতির পক্ষে মো. রমজান আলী, জহুরুল আলম, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, মোস্তাক আহমেদ, ইয়াছিন আলী ও ড. মোফাজ্জেল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে দৌলতপুর ইটভাটা মালিক সমিতি দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করে আসছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ